প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যাকে সবচেয়ে বেশি সুযোগ দিলাম, সেই ড. ইউনূস বেঈমানিটা করলেন। সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য তিনি এই বেঈমানিটা করেছেন।’

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘১৯৯৮ সালে যখন ভয়াবহ বন্যা হয় তখন গ্রামীণ ব্যাংক চালাতে পারে না। তখন প্রথমে ১০০ কোটি পরে ২০০ কোটি এবং তারপর আবার ৪০০ কোটি টাকা আমি গ্রামীণ ব্যাংককে দিয়েছিলাম, যেন গরিব মানুষ ঋণ পায়। কিন্তু তিনি গরিব মানুষদের কাছ থেকে প্রায় ৪৭ শতাংশ লাভ নিতেন, এটাই দুর্ভাগ্যের বিষয়।’

এ সময় পদ্মা সেতু উদ্বোধন বানচালে ধ্বংসাত্মক কিছু ঘটানো হতে পারে- এরকম তথ্য আছে বলেও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধান ও পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আনসার সদস্যদের রূপপুর পাওয়ার প্লান্ট, মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখতে সজাগ থাকতে বলেন।’

সরকার প্রধান বলেন, ‘যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে সতর্ক থাকতে বলব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *