সার্বজনীন শারদীয় দুর্গোৎসব-২০২২ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার।

অদ্য ০১ অক্টোবর ২০২২খ্রি: ১৫.০০ ঘটিকায় ট্রাংক রোডস্থ শ্রী শ্রী জয় কালী মন্দির প্রাঙ্গণে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগ সার্বজনীন শারদীয় দুর্গোৎসব-২০২২ উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাকির হাসান। সভাপতিত্ব করছেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব শুসেন চন্দ্র শীল। এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব থোয়াই অংপ্রু মারমা।
পুলিশ সুপার তার বক্তব্যের প্রথমে ফেনীবাসী সকলকে শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের এর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব-২০২২ উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ একটি ভাল উদ্দ্যোগ এবং যেখানে হিন্দু মুসলিম সহ ও অন্যান্য ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হবে। মাঝে মধ্যে কিছু দুষ্টচক্র নানা ধরনের ঘটনা ঘটিয়ে মানুষের ভেতরের অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে চায়। কোন দুষ্টচক্র জাতে শারদীয় দুর্গোৎসবে কোন বিশৃঙ্খলা যাতে না ঘটাতে পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *