মোস্তফা প্রামানিক বিশেষঃ প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় আঃ আজিজ সোনারের পৈত্রিক সম্পত্তি দখল করে স্থায়ী পিলার দিয়ে ঘর নির্মানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আদালতে মামলা করলে সিনিয়র সহকারী জজ আদালত ঐ ভিটায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছে। এদিকে স্থিতাবস্থা জারির নিষেধ অমান্য করে ঘর নির্মান অব্যহত রাখার অভিযোগ করেছেন মৃত আঃ আজিজের কন্যা ফাতেমা বেগম।

জানা যায়, উপজেলার হোসেনপুর গ্রামের মেছের আলী, আঃ রাজ্জাক গং সাবেক দাগ নং ১৫৭ এর ৭১ শতাংশের কাত ৩৮ শতাংশের ভিটা দখল করার অপচেষ্টায় স্থায়ী ঘর নির্মান শুরু করে। বিষয়টি জানার পর আদালতের শরণাপন্ন হন আজিজ সোনারের কন্যা ফাতেমা।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গনী বলেন, বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি।

ফাতেমা বেগম জানান, আমরা গ্রামে না থাকার সুযোগে আমাদের সম্পত্তির উপর ঘর নির্মান শুরু করে। আমরা বারবার নিষেধ করা সত্বেও তারা মানা নিষেধ শোনেনা।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামে লিখিত অভিযোগ দায়ের করি। তার পরেও তারা প্রভাব খাটিয়ে ঘর নির্মান অব্যহত রাখে। এ বিষয়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। কারন এটা আমাদের ন্যায্য পাওনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *