সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামে আড়াই কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। ওই গ্রামের খালের উপর এ ব্রিজ নির্মাণের কাজ শেষ হলে যাতায়াতের সুবিধা পাবে এলাকাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের খালের উপর ব্রিজ না থাকায় দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগে ভুগছে এলাকাবাসী। অবশেষে স্থানীয় এমপি ডাঃ আব্দুল আজিজের প্রচেষ্টায় এ ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে।

এলজিইডির তত্বাবধানে এ ব্রিজ নির্মাণের দরপত্র আহবান করা হয়। এ দরপত্রে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২১ সালের প্রথম দিকে ওই ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছে।

৩০ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লাখ ৪৯ হাজার ৫১২ টাকা টাকা। এ ব্রিজ নির্মাণ নিয়ে এলাকায় প্রশ্নও রয়েছে ৪ পরিবারের জন্য এ

ব্রিজ হচ্ছে। অবশ্য এলজিইডির কর্মকর্তারা এ প্রশ্ন অস্বীকার করেছেন। জনস্বার্থেই এ বিপুল টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে এলজিইডির নির্বাহী

প্রকৌশলী মিজানুর রহমান বলেন, জনস্বার্থে এ ব্রিজ নির্মানের কাজ এগিয়ে চলছে।

 

এক প্রশ্নাত্তরে তিনি বলেন, ব্রিজ নির্মাণে কোন অনিয়মের আশ্রয় বরদাস্ত করা হবে না। আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে এ ব্রিজ নির্মানের কাজ শেষ হবে বলে আশা

করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *