সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারো বৃদ্ধি পাচ্ছে। কয়েক দফা ভারী বর্ষণে এ পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় শহরের হার্ডপয়েন্ট এলাকায় ২৬ সেঃ মিটার ও কাজিপুর পয়েন্টে ৩১ সেঃ মিটার পানি বাড়ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার) নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, চলতি বছরের জুন মাসের প্রথম থেকে যমুনায় পানি বাড়ছিল এবং একই মাসের তৃতীয় সপ্তাহের প্রথম থেকে পানি কমতে শুরু করে। পরবর্তীতে যমুনায় আরো ২ দফা পানি বাড়ার পর কমে যায়। কয়েক সপ্তাহ প্রচন্ড গরমের পর ২ দিন ধরে দফায় দফায় ভারী বর্ষণ হচ্ছে। এতে যমুনা নদীতে আবারো পানি বাড়ছে। এতে যমুনার অভ্যান্তরে কিছু এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনায় পানি বৃদ্ধি আরো এক সপ্তাহ অব্যাহত থাকবে। তবে এখন বন্যার আশংকা নেই।

এদিকে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, কয়েকদিন ধরে কাজিপুরের কাছে যমুনা নদীতে পানি বাড়ছে। কাজিপুর মেঘাই পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৩১ সেঃমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার ১৮৮ সেঃমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *