রেজাউল করিম সিরাজগঞ্জ  :

হত্যাকান্ডের  ৫ বছর পর হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হলেন সিরাজগঞ্জের পিবিআই পুলিশ। গত প্রায় তিন বছর তদন্ত করে অবশেষে ক্লু-লেজ এ হত্যা কান্ডের ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। রহস্যময় এ মামলার তদন্তে বেড়িয়ে আসে নানা বৈচিত্র্যময় তথ্য। সোমবার দুপুরে সিরাজগঞ্জের পিবিআই পুলিশ সংবাদ সম্মেলনে হত্যা কান্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এদিকে দীর্ঘ দিন পরে হত্যার আসামী গ্রেফতারের খবরে খুশি নিহতের স্বজন ও এলাকাবসী।


গ্রেফতাকৃতরা হলো, এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের মৃত আমির হোসেনের ছেলে স্বপন ব্যাপারী, মৃত জসিম উদ্দিনের ছেলে মো. মমিন, মমিনের স্ত্রী আনু বেগম ও ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারী ঢাকা থেকে আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুক কে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুরের ব্রাহ্মন গ্রামের পশ্চিম পাড়ায় সাচ্চু মিয়ার মেয়ে বিউটি খাতুন। গত ২০১৮ সালের ১৩ মে রাত ২.৩০ এর দিকে নিজ ঘরে গভীর রাতেে শ্বাসরোধ করে হত্যা করা হয় স্বামী পরিত্যাক্তা বিউটি খাতুনকে। হত্যার পর দিন বিউটির বাবা বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ টানা দুই বছর তদন্ত কোন তথ্য প্রমান দিতে পারেনি। পরে  বাদীর আবেদনে ২০২০ সালে মামলার তদন্ত পায় পিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *