মোরশেদ রিমন সোনালী সময় ডেস্ক


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের প্রতি আহ্বান।

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারি (ক.) ট্রাস্ট এর সহায়তায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর ব্যবস্থাপনায় গত ১ জুন বুধবার সিলেট ও পার্শ্ববর্তী জেলার অবস্থিত একতা বাজার শাখা, উত্তর বড়দল শাখা, রসূলপুর শাখা, কাউকান্দি শাখা, লাকমা শাখা, তাহেরপুর শাখা, দোয়ারাবাজার শাখা, সুরমা শাখা, ছাতক শাখার সদস্যরাসহ এবং স্থানীয় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত শত শত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নানা খাদ্য উপকরণ বিতরণ করা হয়। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নেতৃবৃন্দ ত্রাণ বিতরণকালে লক্ষ্য করেন যে, বানভাসি মানুষ চরম কষ্টে অনাহারে অর্ধাহারে দিনযাপন করছেন। বন্যায় অনেকের ঘরবাড়ি সম্পপূর্ণ ধ্বংস হয়েছে। ক্ষেতের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় আগামী দিনে চরম খাদ্য সংকটের আশঙ্কা করা হচ্ছে । তাই এই মুহূর্তে বানভাসি মানুষকে বাঁচাতে সরকারের পাশাপাশি বিত্তবান, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দল ও সংস্থা সংগঠনকে ত্রাণ নিয়ে ছুটে আসতে হবে। মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.জি.আ)-এর দিকনির্দেশনার আলোকে এবং শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর সহযোগিতায় বন্যা দুর্গত হাজারো পরিবারকে ত্রাণ বিতরণ করা হয় । এই সময় দীর্ঘ নৌকা করে অথবা পানিতে হেটে দুর্গতদের কাছে গিয়ে নানান বিরম্বনার মধ্যেও শতঃস্ফূর্তভাবে ত্রাণ দেয়া হয়। নিজেদের সব থেকে বড় সঙ্কট এর এই সময়ে হাতের কাছে ত্রাণ সামগ্রী পেয়ে হাজারো অভুক্ত নারী-পুরুষ-শিশুদের চোখে-মুখে বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। ত্রাণ সামগ্রী বিতরণকালে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য এম মাকসুদুর রহমান হাসনু, মোঃ আশরাফুজ্জামান আশরাফ, নুরুল করিম নুরু, মো আশরাফ উদ্দীন সিদ্দিকী আবরার দুলাল ইউপি চেয়ারম্যান ইউনুস মিয়া, দোয়ারা বাজার উপজেলা পরিষদের সি এ শফিকুর রহমান। চকবাজার স্কুল কমিটির সভাপতি আব্দুল কাদির, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মকবুল আহমদ। দোয়ারাবাজার শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. গোলাম হোসেন, সদস্য নূর মোহাম্মদ, শমছের আলী, জামাল আহমদ, মজনু মিয়া, জজ আলী,হাবিবুর রহমান তারা মিয়া, আসগর আলী, জহুর মিয়া,নবী হোসেন, সিরাজ মিয়া, তাজুল ইসলাম, বাচ্চু মিয়া,রাখাব উদ্দীন, আনিসুর রহমান, আশিকুল হক, মহব্বত আলী, মোঃ জিহাদুল ইসলাম জামাল, মোঃ মজলু মিয়া, আবুল কাশেম ও মোঃ আমান উল্লাহ্ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও হক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *