দৈনিক দাবানল ও বাংলাদেশ বুলেটিনে এবং দৈনিক প্রথম খবরে প্রকাশিত বাহে মোর কষ্ট দেখবার কেহ নাই।খাবারটি চেয়ারম্যান আজিজার মিয়া সমাজকল্যান সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি, উপদেশ, কিশোরগঞ্জ প্রেস ক্লাব।নীলফামারী স্বাথহীন,সমাজ সেবক,মানবতার ফেরিওয়ালা, সিংহ পুরুষ খ্যাত জনাব এম এ এইচ জাকারিয়া সাহেবের দৃষ্টি গোচর হলে তিনি ততখানিক ভাবে ঢাকা থেকে প্রতিনিধির মাধ্যমে খোজ খাবার নেন এবং ভোক্ত ভোগি তিন পরিবার
উক্ত তিন পরিবার ১ হাসান বেগম ২ লেবুজা বেগম উভয়ের বাড়ী মাগুরা ইউনিয়নে।৩ কোহিনূর বেগম সাং পুষনা কিশোরগঞ্জ ইউনিয়নে তাদের খাদ্য সহায়তা প্রদান করেন। ঐ সময়ে এম এ এইচ জাকারিয়া সাহেব আমাদের টেলিফোনে জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলায় আর কেউ যেন কোন আহজারী বা না পাওয়ার আকুতি নিয়ে মৃত্যুবরণ না করে।সে জন্য সর্বদায় অসহায়দের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।কিশোরগঞ্জবাসীর জন্য একটি শুভ বার্তা।উনি সর্বশেষ জানিয়েছেন যে মানবতার কজেও দুর্ণীতি ঢুকে গেছে।এখান থেকে আমাদের সবাই কে বেরিয়ে আাসতে হবে এবং সর্তক হতে হবে।বিত্তবানসহ ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতি আসহায় মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন।
সর্বশেষ কবিতার সুরেব বলতে হচ্ছে
যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আামাদের দেশে সব সময় এম এ এইচ জাকারিয়াদের মত গুনীজনদের অর্বিভাব ঘটুক সেই কমনায় করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *