জেলা প্রতিনিধি::
বাংলাদেশ কোস্টগার্ডের উদ্যোগে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূণ্যনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় পানিবাহিত রোগে আক্রান্ত একহাজার পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্য চিকিৎসাসেবা প্রদান,ঔষধ ও ত্রান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে কোস্টগার্ডের সদস্যরা এখানে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন কোস্টগার্ডের ডেভিট ডাইরেক্টর সার্জেন্ট কমান্ডার মো. শারফরাজ হায়দার। এ সময় কোস্টগার্ডের লেঃ কর্ণেল মোহাম্মদ ইমরানসহ কোস্টগার্ডের গোয়ন্দো সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্য বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *