আমির হোসেন, জেলা প্রতিনিধি::
ইটালীর পিসা ও ভেনিস শহরে অবস্থানকারী বাংলাদেশী প্রবাসীদের উদ্যোগে সুনামগঞ্জে ৪ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ১০ কেজি চাল,১কেজি ডাল,২ কেজি আলো,১লিটার তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সাংবাদিক ও সমাজসেবক মো. আফজাল হোসেন,ইটালী প্রবাসী বাংলদেশী কমিউনিটি নেতা জয়নাল আবেদীন রুবেলের নেতৃত্বে শহরের ধোপাখালি,নবীনগর,ঘোলঘর,বনানীপাড়া,মোহাম্মদপুর,কাইমচর,গোদারগাঁও,বিলপাড়,জগন্নাথপুর,মইনপুর ও মঙ্গলকাটা এলাকায় এ সমস্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,ব্যবসায়ী শিহাবুর রহমান,কাপ্তানবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর নাসির,মোবারক হোসাইন,পুলিশের অবসরপ্রাপ্ত এস আই নুরুল ইসলাম নাসির,খেলোয়ার পিংকু প্রমুখ।
বক্তারা বলেন,প্রকৃতির সাথে লড়াই করে যুগ যুগ ধরে জীবন জীবিকার প্রয়োজনে বেচেঁ আছেন হাওরপাড়ের এই মানুষগুলো। কিন্ত ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বন্যায় এবার সুনামগঞ্জের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের পাশে দাড়িঁয়ে মানবিক সহায়তা করতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *