আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

নোয়াখালী সুবর্ণচরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত চরজব্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) সন্ধ্যায় চরজব্বর থানা মিলনায়তনে এ মতবিনিময় সভায় নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস সাংবাদিকদের সাথে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেন।


এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত (ওসি) দেব প্রিয় দাস বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ, সমাজের দর্পণ।

পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে।
এসময় তিনি নারী নির্যাতন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, ভূমিদস্যুসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

ভোরের কাগজ পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি ও সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি বাবু লিটন চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. আলী আক্কাস, দৈনিক দিনকাল সুবর্ণচর প্রতিনিধি মো. আবুল বাসার, মাইটিভির সুবর্ণচর প্রতিনিধি মো. আবদুল কাইয়ুম, বাংলা ৭১ নোয়াখালী প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমন, আমার সংবাদের সুবর্ণচর প্রতিনিধি আরিফ সবুজ, মানব জমিনের সুবর্ণচর প্রতিনিধি মো. ছানা উল্যাহ, বাংলা বর্ণমালার সুবর্ণচর প্রতিনিধি মো. হানিফ মাহমুদ, আলোকিত বাংলাদেশের সুবর্ণচর প্রতিনিধি মো. ইউনূছ শিকদার, দৈনিক বাংলাদেশ সমাচারের সুবর্ণচর প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুল, সরেজমিন বার্তার নোয়াখালী প্রতিনিধি আবদুল আজিজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *