ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

খিরাম কাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার ২০২২ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্টান গত বৃহস্পতিবার অনুষ্টিত হয়, মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা নাছির উদ্দীন আনসারির সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্টানের সভাপতি, বিশিষ্ট রাজনিতীবিদ ও সমাজ সেবক মফিজুর রহমান। মাও ওসমান গণীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্টানের বিশেষ অতিথি আব্দুল শুক্কুর মেম্বার, মাষ্টার নুরুস শাহেদীন, মাওঃ আব্দুল মালেক,মাওঃ ছায়াদ উদ্দীন,মাওঃ রফিক উদ্দীন আনোয়ারী, নঈমী,মাওঃ দিদারুল আলম ক্বাদেরী, মাষ্টার নুরুল আমিন বি এসসি, নুরানি প্রধান হাফেজ কারী রিয়াজ উদ্দীন, এতে প্রধান অতিথির বক্তব্যে বলেন – “আমি ও ঠিক তোমাদের মতো সেই টোল টেবিলের পেছনের সিটের এক্ষবারে সিদে শান্ত নিরব মনেষি ছাত্র ছিলাম শিক্ষকদের ভয় করতাম বেশি, আর ক্লাশে মনোযোগী থাকতাম, ভাবতাম আমি কি এভাবে লিকচার/ বক্তব্যে দিতে পারবো? দেখো আজ আমি তোমাদের বড় ভাই তোমাদের কাছে এলাম, তিনি আরো বলেন – তোমরা সেইভাবে পড়ালেখা করো যাতে তোমাকে তোমার বিদ্যালয়ে একদিন প্রধান অতিথি হিসাবে নিমন্ত্রণ করে,,
বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব আবু তাহের, সাবেক মেম্বার মাষ্টার আবুল বশর, মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য মু্হাম্মদ আলমগির, কাদেরিয়া প্রবাসী সমাজ কল্যাণ সমিতির সদস্য মু্হাম্মদ মোরশেদুল আলম, জাহেদুল আলম, আজগর আগী। পাশাপাশী মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের ত্যাগ শ্রম, দান পরামর্শ দিয়ে মৃত্যু বরণ করেছেন বিশেষ করে সদ্যমৃত্যু বরণকারী হাজী রুহুল আমিন সহ প্রত্যেকের মাগফিরাত কামনা খতমে গাউছিয়া, খতমে খাজেগান শরীফ আদায় পর মিলাদ ক্বিয়াম সহ বিশেষ মোনাজাতের মাধ্যেমে অনুষ্টান সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *