মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার অপহরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অস্ত্রসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মৌলভীর চরের উত্তরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আটকদের কাছ থেকে দুটি ধারালো দা, দুটি লোহার পাত ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

রাতে পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

পুলিশ সুপার জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ভোলার দৌলত খাঁ উপজেলার চরপাতা গ্রামের মোঃ সিরাজ মাঝি (৫০) মাছ শিকার করে ছয়জন মাঝিমাল্লা নিয়ে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিলেন। মৌলভীর চরের কাছাকাছি পৌঁছলে ১১ জনের ডাকাতদল তাদের ওপর আক্রমণ করে।
পরে ধস্তাধস্তিতে পাঁচ ডাকাত নদীতে পড়ে যায়। অন্য ডাকাতরা সিরাজ মাঝিসহ তার বোটটি অপহরণ করে নিয়ে যায়।

এসময় জলদস্যুদের বহন করা বোটটির পাখা নষ্ট হয়ে যাওয়ায় নদীতে পড়ে যাওয়া দস্যুরা পালাতে পারেনি। আশপাশের জেলেরা তাদের আটক করে অস্ত্রসহ নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কাছে সোপর্দ করেছে।

পুলিশ সুপার আরও জানান, অপহরণ হওয়া বোটটিসহ মাঝিমাল্লাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে। আটক দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *