মোহাম্মদ রবিউল হোসেন রবি, রাউজান চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে ৩৯ বছর ধরে পলাতক এক মামলার আসামীকে গত মঙ্গলবার আটক করেছে রাউজান থানা পুলিশ। আটককৃত আসামী রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ছিটিয়াপাড়া এলাকার মৃত আবদুস শুক্কুরের পুত্র মোহাম্মদ এসকান্দর (৬০)।
তথ‍্যসূত্রে জানাযায়, ১৯৮৪ সালে বাবা ও বোনের সাথে তর্ক করায় একই এলাকার আবুল হোসেন প্রকাশ বোচাইয়্যেকে ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কোপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখমের পাশাপাশি কান কেটে ফেলে। ঘটনার পরপরই আাসামী জখম করার কাজে ব্যবহৃত রক্তাক্ত ধারালো কিরিচ সহ নিজেই হাজির হন রাউজান থানায়। পরবর্তীতে আহত পরিবারের পক্ষ থেকে মামলা করলে জামিনে বেরিয়ে আসেন এসকান্দর। ইতিমধ্যে মামলায় রায়ে বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন। থানার ওসি আবদুল্লাহ আল হারুণ জানান, আসামী পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য হয়ে যান নিরুদ্দেশ। অবশেষে ৩০ মে মঙ্গলবার এস.আই শাহাদাত হোসেন এর নেতৃত্বে রাউজান থানার একটি চৌকষ পুলিশ টিম পৌরসভার ছিটিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৩৯ বছর পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *