
চট্টগ্রাম থেকে নিজস্ব সাংবাদ দাতা
রাউজান -ফটিকছড়ি অন্যতম যোগাযোগ মাধ্যম হলদিয়া হচ্ছারঘাট ব্রীজ বাস্থবায়ন কমিটির প্রধান উপদেষ্টা, খিরাম ইউনিয়নের প্রতিষ্টাতা রাউজান, রাঙ্গুনীয়া হাটহাজারী ফটিকছড়ির একাধিক স্কুল কলেজের শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব শেখ মুহাম্মদ আবদুল্লাহ বি এ প্রকাশ আব্দল্লাহ মাষ্টার গত ৪-০১-২০২৩ রাত ৩-৩০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন ইন্তেকালের সময় তিনি তিন পুত্র তিন কন্যা সহ অসংখ্য ছাত্র ছাত্রী আত্বীয় স্বজন রেখে যান।
আজ ০৫-০১-২০২৩ বাদে আছর খিরাম কাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসা ময়দানে মরহুমদের জানাজা অনুষ্ঠিত হইবে। বিশেষ করে তিনি সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ড নিয়ে বিশেষ করে তিনি ইন্তেকালের পূর্বমুহূর্ত পর্যন্ত হলদিয়া হচ্ছারঘাট ব্রীজ প্রতিষ্টার জন্য রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি মহোদয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছিলেন
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক আমিন।