শিক্ষাব্যবস্থা নিয়ে উন্নতি করতে চাইলে সকল ছাত্র ছাত্রী নিয়মিত প্রতিধিন ৫ ঘন্টা অজু অবস্থায় পড়তে বসবেন।
—- আবুল খয়ের

এইচ এম সালেহ আহমদ
সহ বার্তা সম্পাদক

পঞ্চমগ্রাম উচ্চ বিদ্যালয় শান্তিগঞ্জের সিনিয়র শিক্ষক আবুল খয়ের বলেন, অধ্যাবসায়ীদের আল্লাহ ব্যর্থ করেন না, দশ বছরের ফল আপনারা হাতে পেয়েছেন। কিন্তু এ সফলতা চূড়ান্ত নয় শিক্ষাসমুদ্রে প্রবেশ করেছেন মাত্র, আরো বহুদূর যেতে হবে। আপনাকে আমাকে সফল হতে হবে, এসমাজ ব্যর্থদের জায়গা দেয় না। আমাদের শিখার জন্য বেশি করে পড়তে হবে। শিক্ষার মাধ্যমে ব্যক্তির নৈতিক, চারিত্রিক, আত্মিক, সাংস্কৃতিক ও সামাজিকসহ সমস্ত দিকের বিকাশ হয়।

তিনি আরো বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে, দায়িত্বশীল ও ন্যায়নীতি নির্ভরতার প্রতি প্রত্যয়ী করে। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশ, সমাজ ও অর্থনীতিকে স্বনির্ভর ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। মূল্যবোধের অবক্ষয় রোধ, আত্মমর্যাদা জাগ্রত করার এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণে অটল থাকার শক্তি যোগায় যে শিক্ষা, খোদ সেই শিক্ষাব্যবস্থা সমূলে ধ্বংস করার পায়তারা চলছে। চলাটাই স্বাভাবিক, কেননা এরা দেশকে মেধাশূন্য করতে চায়।

আয়োজনে”” ফিরোজ রংমালা ওয়েলফেয়ার ফাউন্ডেশন কাইল্যাচর ছাতক সুনামগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!