
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী’র পূন্যভূমি সিরাজগঞ্জ কাজিপুরে সারাদিনব্যাপী ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করা হয়েছে।
আজ ( ৩ নভেম্বর) সন্ধা ৬টায় কাজিপুর শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর দৌহিত্র ও ৬২ সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সোনামুখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, কাজিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি জি এম মধু তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর পৌরসভার মেয়র আবদুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী নিজাম উদ্দিন, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এর আগে জেলহত্যা দিবস উপলক্ষে কাজিপুর উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রকৌশলী তানভীর শাকিল জয়’র নেতৃত্বে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সকাল ৮টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা এবং কালো ব্যাজ ধারনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে বঙ্গবন্ধুর হত্যাকারীরা গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। তারা সবাই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ইতিহাস অনেক হত্যাকাণ্ড আর রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী। কিন্তু ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের হত্যাকাণ্ড ছিল নজিরবিহীন।