main 1705154565

আব্বাস উজ্জ জামান,,

সারা পৃথিবীতে শয়তান বাধে রমজান মাস এলে
বাংলাদেশের শয়তানের দড়ি রমজান এলে খুলে।।
লাফায়ে উঠে বাজার দর খেজুর বেগুন চিনি
বেচতে গেলে^ বাজার কম বেশি দামে কিনি।।
ব্যবসায়ীরা নিয়ত করে রোজার মাসের লাভে
ওমরায় যাব এই ঈদে ঐ ঈদে হজে।।
ব্যবসা হবে আরো ভালো হাজী নিবে দাম কম
উপরে ভালো ভিতরে ভেজাল সাক্ষাৎ এক যম।।
চিনি ছলা তেল মসলা আনলিমিটেড লাভে
মজুদদারি দেয় বাড়িয়ে কেতা মরে ক্ষভে।।
অফিসে দেখবেন রোজার মাসে মাথায় বড় টুপি
হাদিয়া দেন কাজ সেরে নেন নামাজের হবে ছুটি।।
রোজার মাসে দিন্দার মরা লুটে পুটে করি জড়ো
প্রতিবেশী তোমার অনুহারী তার কি খবর কর।।
কে বলছে তোমায় লোক দেখাতে লোক দেখাচ্ছ ভাই
হকদারের হক নিচ্ছ কেরে জাহান্নামে হবে ঠাই।।
প্রতিবেশীর খবর দূরে থাক ভাই বোনের খবর নাই
যোগ্য ছেলের বাবা মায়ের বৃদ্ধাশ্রমে ঠাই।।
অবৈধ টাকা কামাই ও না ভাই জঞ্জাল রেখো না ঘরে
মানুষের সেবায় সেবক হও শান্তি আসবে নীড়ে।।
হাজার রোজা দার দোয়া করে প্রতিবেশী থাকলে খুশি
হজের ছয়াব লোলাটে আসবে জান্নাতে জ্বলবে শশী।।
সুদ ঘুষ পরের টাকায় জুব্বা তসবি আতর লাগায় গায়
কাজ হবে না বিচারের দিন শুধু করবে হায় হায়।।
এখনই সময় ভালো হয়ে যাই রোজা থেকে চাই ক্ষমা
এপারে লস ওপারে লাভ জান্নাতে হবে জমা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *